বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট চেয়ে মানববন্ধন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
721 বার দেখা হয়েছে
০
ফরিদপুরে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট চেয়ে ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা বুধবার সকাল দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাইদুল ইসলাম, লাবণ্য রহমান শাকিল প্রামানিক, সোহানুর রহমান, মেজবাহ উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তন ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার সুযোগ প্রদানে সরকারের কাছে দাবি জানান।
তারা একই সাথে আগের মত পরীক্ষা ব্যবস্থা প্রচলন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর তারা জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।