করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্টাফদের মাঝে সুজানগর উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের নিকট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য সুরক্ষা সামগ্রী তুলে দেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, মেডিকেল অফিসার স্মৃতি রাণী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।
বিতরণকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল মাস্ক, হ্যান্ড গ্লাভস, এন্টি ফগ ক্লিয়ার গগস, ফেস শিল্ড, হেক্সসল, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী।
এ বিষয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, কোভিড ১৯ এর প্রাদুর্ভাবের এই পরিস্থিতিতে করোনা বিস্তার নিয়ন্ত্রণে বর্তমান সরকারের চলমান প্রচেষ্টা অব্যাহত রাখতে উপজেলা পরিষদও দুঢ় সংকল্পবদ্ধ এবং এরই অংশ হিসাবে করোনায় কাজ করা সুজানগর হাসপাতালের বীর সাহসী সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।