ফরিদপুরের আলীপুর দূর্গামন্দিরে পূজারীবৃন্দ
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন মন্দিরে চলছে সপ্তমী পূজা।
শারদীয় দুর্গাপূজার প্রথম দিন আজ মহাসপ্তমী । সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে দেবীর আরাধনা। তবে বৃষ্টির কারণে বেশিরভাগ মন্দিরে ভক্তের সমাগম অনেক কম লক্ষ্য করা গেছে।
ফরিদপুর শহরের অধিকাংশ মন্দিরে সকাল ১০-৩০ থেকে সপ্তমী পূজা শুরু হয়েছে। তা চলবে বেলা ১ টা পর্যন্ত। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।
এদিকে গত দু’দিন ধরে বৃষ্টির কারণে ভক্ত বৃন্দকে মন্দিরে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশিরভাগ মন্দির ফাঁকা ফাঁকা। আগামী সোমবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হয়ে যাবে।