আজ ২৩ শে এপ্রিল (বৃহস্পতিবার) রাজশাহীর মোহনপুর থানাধীন ঘাসিগ্রাম ইউনিয়নে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা খেটে খাওয়া দরিদ্র মানুষদের মাঝে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে “রূপসী পল্লী বাংলাদেশ” এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মহিষকুন্ডি সরকরী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘাসিগ্রাম ইউনিয়নের খেটে খাওয়া কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, আমার পবা-মোহনপুরে প্রতিটি ইউনিয়নে “রূপসী পল্লী বাংলাদেশ” এই সংস্থাটি আমার সার্বিক সহযোগিতায় হোম কোয়ারেন্টাইনে থাকা খেটে খাওয়া সাধারণ দরিদ্র মানুষদের মাঝে প্রায় এক মাস ধরে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এই “রূপসী পল্লী বাংলাদেশ” প্রতিষ্ঠানটিকে। সরকারি সাহায্যের পাশাপাশি আমি সকল বেসরকারি প্রতিষ্ঠানকে বলব, আপনারা এভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা দরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে আসুন।
রূপসী পল্লী বাংলাদেশ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের “রূপসী পল্লী বাংলাদেশ” প্রতিষ্ঠানটি করোনা সংক্রমনের শুরু থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মাঝে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। আমাদের এই “রূপসী পল্লী বাংলাদেশ” প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে একটি দাতব্য প্রতিষ্ঠান। এখানে কোন প্রকার ঋণ কার্যক্রম চালানো হয় না। বাংলাদেশের এই করোনা সংকট পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত “রুপসী পল্লী বাংলাদেশ” প্রতিষ্ঠানটি ত্রাণ সাহায্য কর্মসূচি অব্যাহত রাখবে । আমি আপনাদেরকে এটাও বলতে চাই, সরকারি সাহায্যের পাশাপাশি আমাদের বেসরকারি সাহায্যগুলো আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আজহারুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ। মোঃ আফাজ উদ্দিন মাস্টার সভাপতি, ঘাসিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ একরামুল হক বিজয়, সহ-সভাপতি মোহনপুর উপজেলা যুবলীগ। মোঃ হাবিবুর রহমান সভাপতি, ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ। মোঃ মুনজুর রহমান, কামাল, মান্নান, মিরাজসহ আরো অনেকে।