মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ বুধবার মধুখালী থানার এএসআই সম্রাট সরদার টেবিলের ওপর রাখা মোবাইল সেট দেখিয়ে বললেন, দেখুন তো এটি আপনার সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন কি না। থানায় আসা সালেহীন সোয়াদের চিনতে ভুল হয়নি।
সালেহীনের হারিয়ে যাওয়া সিম্ফনি ব্যান্ডের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। সেটি নিতে এসেছেন মধুখালী থানায়। তার চোখেমুখে আনন্দের ঝিলিক। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি সত্যিই হারিয়ে যাওয়া ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন ওসি মোঃ শহিদুল ইসলাম। সালেহীন সোয়াদ বলেন, ১৭ জুলাই সকাল ৯টার দিকের ঘটনা। নিজ বাসার নিচতলায় ফোনটা রেখে ২য় তলায় ৫ মিনিটের কাজে যেতেই ফোন উধাও। বাসার অন্য ফোন থেকে কল দিলেন, চার—পাঁচ বার রিং হলো। তারপর বন্ধ পেলেন। তখনি বোঝা গেলো চুরি হয়েছে ফোনটা।
জানতে চাইলে মধুখালী থানার (এএসআই) সম্রাট সরদার বলেন, পুলিশ কর্মকর্তারা নানা কাজে ব্যস্ত থাকেন। তারপরও তারা পেশাদার। অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর সার্চ করে তিনি অনেক মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছেন। মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি গত ২১ জুলাই অভিযোগ পেয়ে অভিযান শুরু করেন। আইএমই নম্বরে মোবাইল কোম্পানি থেকে ওই আইএমইর নম্বরের অ্যাগেইনস্টে সিম ব্যবহারের তথ্যের সূত্র ধরে চুয়াডাঙ্গার সদর থেকে মোঃ আলাল (থার্ড পার্টি) নামের এক জনের কাছে ফোনটির সন্ধান পান। চুয়াডাঙ্গা সদর থানার সহযোগীতা নিয়ে ফোনটি উদ্ধার করে নিয়র আসা হয়।
এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মধুখালী থানা—পুলিশ গত এক মাসে প্রায় ১০টি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। এসব মোবাইল ফোন ফিরে পেয়ে মানুষজন অবাক ও খুশি হন। পুলিশের এই তৎপরতা আরও গতিশীল করা হবে। তিনি জানান, মধুখালীতে মোটরসাইকেল, মোবাইল সহ যা কিছু চুরি—ছিনতাই হচ্ছে এগুলো প্রতিরোধে মধুখালী থানা পুলিশ তৎপর রয়েছে।
সালেহীন সোয়াদ সাম্মী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
তাং—২৩/০৮/২৩