মোঃ সাব্বির হাসান সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ও চরমানাইর দুটি ইউনিয়নের পার্শ্ববতী মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাথে যোগাযোগ পথ বিছিন্ন করে দিয়েছে সদরপুর থানা পুলিশ।
গতকাল সোমবার সকাল ১১টায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ নির্দেশ দেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চরনাছিরপুর ইউনিয়নে ৯৪৭৩ ও চরমানাইর ইউনিয়নে ১১৯৩৪ জন ভোটার রয়েছেন। প্রতিদিন বিভিন্ন পেশার শত শত লোকজন ব্যবসা বানিজ্য,চিকিৎসা সেবার জন্য যাতায়াত করতেন।
ইতোমধ্যে শিবচর উপজেলার জনগোষ্টীকে বিশেষ তদারকি রাখা এবং সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান স্হানীয় পুলিশ প্রশাসন। সীমান্তবর্তী এলাকায় সদরপুর থানা ও শিবচর থানার পুলিশ মোতায়ন রয়েছে।
এ ব্যাপারে সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও নিরাপত্তার কথা ভেবে সীমান্তবর্তী এলাকার যাতায়াত পথ বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাতায়াত করতে পারবে না।
এ ব্যাপারে চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আক্কাছ আলী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে শিবচরের সাথে যাতায়াত বন্ধ করা হয়েছে। ইউনিয়নের জনগনকে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিংসহ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী জানান, সীমান্তবর্তী এলাকায় পুলিশ অবস্হান নিয়েছে। যাতায়াত পথে কেহ প্রবেশ করছে না।