রাজশাহীতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ৭ জনকে অর্থদণ্ড
রাজশাহীতে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ৭ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাত জনকে ১৯০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট , নিউমার্কেট, বড়কুঠির ও সার্কিট হাউজের সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক পরিধান না করায় পৃথক পৃথক ভাবে সাত জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।