• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
কোন অন্যায়কারীকে পুলিশ ছাড় দিবে না- এসপি আলিমুজ্জামান

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় চলমান গ্রাম্য সংঘর্ষ নিরসনের লক্ষ্যে জনপ্রতিনিধি, গ্রাম্য মাতুব্বর ও সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সালথা থানার অফিসার ইনচার্জ শেখ সাদীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও গ্রাম্য মাতুব্বরা। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার এসআই মারুফ হোসেন।

এসময় উপস্থিত জনপ্রতিনিধি, গ্রাম্য মাতুব্বর, সাংবাদিক সবাইকে ওপেন কথা বলার সুযোগ দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে লাবু চৌধুরী উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গ্রাম থেকে ঢাল-সড়কি প্রশাসনের কাছে জমা দিতে হবে। এ এলাকায় আর কোন সংঘর্ষ আমারা দেখতে চাই না। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন আপনাদের উন্নয়নের জন্য কাজ করেছেন। তাই এই এলাকায় আর কোন অরাজকতা দেখতে চাই না। পুলিশ কোন সংঘর্ষকারীকে ছাড় দিবে না। তাই সবাই মিলেমিশে এলাকায় বসবাস করুন। সংঘর্ষ পরিহার করুন।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, কোন অন্যায়কারীকে পুলিশ ছাড় দিবে না। সংঘর্ষ করে কেও লাভবান হতে পারে না। আপনি বিপদে পড়লে আপনার প্রতিবেশিই আপনার পাশে থাকবে। তাই প্রতিবেশির সাথে মিলেমিশে বসবাস করুন। দাঙ্গা-সংঘর্ষ পরিহার করুন। সংঘর্ষ করে লাভবান হওয়া যায়না। আপনাদের ছেলে-মেয়েদের পড়াশোনা করান। শিক্ষিত মানুষ তৈরি করুন। যাতে আপনার ছেলে-মেয়ে সমাজে ভালো কাজ করে। যেকোন প্রয়োজনে পুলিশকে জানান, আইন কখনো হাতে তুলে নিবেন। পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। পুলিশকে বন্ধু ভাবেন।
এসময় তিনি আরো বলেন, যারা ইউপি চেয়ারম্যান মেম্বার আছেন এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করুন। জনগনের পাশে থাকুন, ভালো কাজ করুন। কোন এলাকায় সংঘর্ষ হলে কেও ছাড় পাবেন না। সংঘর্ষ হলে পুলিশ কাওকে ছাড় দিবে না।

২৩ এপ্রিল ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।