বিরলে ৫ জন করোনা জয়ীর মাঝে ছাড়পত্র প্রদান
দিনাজপুরের বিরল উপজেলায় করোনা ভাইরাস জয় করে সাভাবিক জীবনে ফিরে আসায় ৫ জনের মাঝে করোনা মুক্তির ছাড়পত্র প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বিরল উপজেলায় করোনা থেকে সুস্থ হওয়ায় আজিজুর রহমান, মোছা. ফেরদৌসী, গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক , মুসলমান লতার মাঝে করোনা মুক্তির ছাড়পত্র প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শোয়েব- সহকারী কমিশনার(ভূমি), ডা. মো. সামিউল ইসলাম সবুজ- করোনা ফোকাল পার্সন প্রমুখ।