• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুর ইউপি সচিব সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সম্পাদক বিষ্ণু পদ সাহা

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ফরিদপুর জেলা শাখার আয়োজনে, (২৩ এপ্রিল) শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সদস্য সচিব ও ফরিদপুর জেলা শাখা (বাপাসা) বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং মধুখালী উপজেলার মেকচামী ইউনিয়ন পরিষদের সাবেক সচিব হিমাংশু সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সদরপুর উপজেলার চরমনাই ইউনিয়ন পরিষদের সচিব তপন কুমার দে, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সচিব পবিত্র কুমার সিকদার, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম প্রমূখ।

সাধারণ সভায় জেলার ৮১ টি ইউনিয়ন পরিষদের সচিবের মধ্যে ৫৪ জন উপস্থিত ছিলেন। এসময় তাদের মতামত ব্যক্ত করেন। সকলের সর্বসম্মতিক্রমে পরে তাদের মতামত শেষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ফরিদপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির প্রকাশ করা হয়।

এর মধ্যে ত্রি-বার্ষিক সাধারণ সভা- ২০২২ নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ সচিব আবুল কালাম আজাদকে পঞ্চম বারের মত সভাপতি ও সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সচিব বিষ্ণু পদ সাহাকে চতুর্থ বারের মত পুনরায় সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত করা হয়।

অপরদিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংগঠন সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।