মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলাধীন সালথা সদর বাজারে আল্লাহুরদান ভবনের (২য় তলা) ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা এর শুভ উদ্বোধনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লিটন কুমার নাগ প্রধান শিক্ষক সুলতানপুর উচ্চবিদ্যালয় এর সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ আক্তার হোসেন, বি,ডি,এম, এজেন্ট ব্যাংকিং ডিভিশন ব্যাংক এশিয়া লিঃ, মোঃ এখতিয়ার রহমান লিটন, উপজেলা শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক সালথা ফরিদপুর, মোঃ সাইফুর রহমান, রিজিওনাল ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন ব্যাংক এশিয়া লিঃ, মোহাম্মদ নাহিদুজ্জামান এরিয়া ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনক্লিউশন ডিপার্টমেন্ট ব্যাংক এশিয়া লিঃ এ সময় আরো উপস্থিত ছিলেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ, কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সারোয়ার হোসেন বাচ্চু, দৈনিক সকালের সময়ের সালথা সংবাদদাতা মোহাম্মদ সুমন, দৈনিক আজকের সারাদেশ সালথা সংবাদদাতা শরিফুল হাসান। মোশারেফ হোসেন দৈনিক ভোরের ডাক এছারা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংক এশিয়ার এজেন্টগুলো সাধারণত স্কুল ব্যাংকিং, সঞ্চয়ী ও চলতি, মাসিক সঞ্চয়ী, মেয়াদী সঞ্চয়ী, নগদ জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ বিল গ্রহণ, পাসপোর্ট ফি গ্রহণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান, ভোক্তা ঋণ ও কৃষি ঋণ প্রদান, সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান, ডেবিট কার্ড প্রসেসিং সহ ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সকল সুবিধা প্রদান করে থাকে।
এসময় উপস্থিত সকল বক্তারা বলেন আপনাদের সহযোগীতা পেলে ব্যাংক এশিয়ার সেবা আমরা জনগনের দোরগরায় পৌছে দেব বলে আশ্বস্ত করেন।