• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনীসহ ভুয়া কোম্পানির জিএম আটক

মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ ভুয়া কোম্পানির জিএম এহেসানুল হক সোহেল (৩৬) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  আটক প্রতারক কুষ্টিয়া জেলার খোকসা থানার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেল।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন শালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি ভুয়া কোম্পানি নকল প্রসাধনী রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা-উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে  ডিলারদের মাধ্যমে বাজারজাত করছে।

বিষয়টি জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করে ও ভুয়া কোম্পানির প্রতারক জিএম এহেসানুল হক সোহেল কে আটক করে। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৪৭৫ টাকা। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।