ফরিদপুরের সালথা উপজেলার ৮ টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারোনে ক্ষতিগ্রস্ত কর্মহীন ১২’শ ৫০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ উপহার’ হিসাবে সেমাই, চিনি, দুধ, নুডুলস বিতরন করা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে উপজেলার ৪’শ দরিদ্র পরিবারের মাঝে নগদ ৫’শ টাকা করে বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে বিতরন কাজের উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া, যুবলীগ নেতা মামুন মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদে ঈদ উপহার ও নগদ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বিতরন কাজ সঠিকভাবে মনিটরিং এর জন্য প্রতিটি ইউনিয়নের ট্যাগ অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসের শুরু থেকে আমারা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি ভাবে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করে আসছি। এপর্যন্ত আমরা সরকারী ভাবে উপজেলার ২০ হাজার ৩ ‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ৫ ‘শ ৫০ টি পরিবারের মাঝে শিশু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি উপজেলা বাসির উদ্দেশে অারো বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না । এসময় তিনি সকলকেই নিরাপদে থেকে করোনা সম্পর্কিত স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য অনুরোধ জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
২৩ মে ২০২০