• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সনতচক্রবর্ত্তী :ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সেপ্টেম্বর মাস বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস হওয়ায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিতসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ (জাস্টিস)। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও শেখ সোহেল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ এবং বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফজলুল করিম, এড. অলোকেশ রায়, এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম তারেক প্রমুখ।
পরে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।