নগরকান্দা ও সালথায় পুজামন্ডপ পরিদর্শন করেছেন শামা ওবায়েদ রিংকু
ফরিদপুরের নগরকান্দা ও সালথায় পুজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বৃহস্পতিবার বিকালে দুই উপজেলার বিভিন্ন পুজামন্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি পুজারিদের খোজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তার সঙ্গে ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।