সদর উপজেলার কানাইপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও বিএনপি নেত্রী নায়াব ইউসুফ এর উদ্যোগে ঈদ উপলক্ষে করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে কানাইপুরের ভাটিকানাইপুর গ্রামের জামিয়া আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ,এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান, আরো উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জিএম ইউনুস,সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব শেখ, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর মুন্সী, যুবনেতা মনা, ছাত্রদল কানাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি সোহেল মুন্সি এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল লবণ এবং সবজি।