কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ডা. সুমন রায়ের সঙ্গে মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক, মানবতার ফেরিওয়ালা খ্যাত মো. আকাশ মিয়ার ব্যক্তিগত পরিচয় না থাকার কারণে একটি বিষয় নিয়ে ভুলবোঝাবুঝি হয়েছে।
পরবর্তীতে একই দিনে রোববার (২২সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের মধ্যস্থতায় কাশিয়ানী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে মিলন মেলায় পরিণত হয়েছে।
জানা গেছে,ডা. সুমন রায় ও আকাশ মিয়া দু’জনই পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার গর্বিত সন্তান। দু’জনই স্ব স্ব জায়গা থেকে নিবেদিতভাবে মানবসেবাই সচেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছেন।
ভবিষ্যতে উভয়ের ভ্রাতৃত্ব সম্পর্ক অটুট থাকুক এ প্রত্যাশা কামনা করেন সুধীজন ও গুণী ব্যক্তিরা।
কবীর হোসেন
২৩.৯.২৪