• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ভাঙ্গায় ভুমি অফিসে ডিজিটাল সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা

মো: রমজান সিকদার ,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৩/৫/২২ ফরিদপুরের ভাঙ্গায় ভূমি অফিসের ডিজিটাল সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতা। সোমবার সকালে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রতিদিনের নেয় আজও বিভিন্ন সেবা প্রদান করেন ভূমি অফিসের কর্মচারী কর্মকর্তা বৃন্দ। ধরনের অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভাবে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে স্বল্প সময়ে গ্রাহকদের প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ায় বেজায় খুশি ভূমি অফিসের আসা সেবা গ্রহীতারা।উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান বলেন, ভূমি অফিস দুর্নীতিমুক্ত রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সেবা ডিজিটাল পদ্ধতিতে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, দুর্নীতিকে না বলে সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করেন। এমনিতেই ভূমি অফিসের বিরুদ্ধে নানা অভিযোগ বিভিন্ন সময় ওঠে এসব অভিযোগ এর পুনরাবৃত্তি আর যাতে না হয় সেজন্য স্ব-স্ব স্থানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শীতায় আজ সমগ্র বাংলাদেশের ভূমি অফিস ডিজিটাল হয়েছে। আগামীতে ভূমি অফিসের সকল কর্মকান্ড আরো সহজতর হতে এখন থেকেই সকলকে ডিজিটাল সেবা নেওয়ার পদ্ধতি জানতে হবে তাহলেই কমে আসবে অনিয়ম ও দুর্নীতি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।