মধুমতি নদীতে অভিযান পুড়ানো হলো ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার মধুমতি নদীতে ইলিশের প্রধান মৌসুম উপলক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকালে ও রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত কুমার বিশ^াস, ক্ষেত্র সহকারী সাথি সরকার, সুজন সরকার উপস্থিত ছিলেন। দুদিনে নদীতে অভিযান পরিচালনাকালে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়ানো হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, বাজারে ও নদীতে অভিযান চলাকালে কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। এ অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।