সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
দীর্ঘদিন সাজা প্রাপ্ত পলাতক ৫ আমামীকে গ্রেপ্তার করেছে ফরিপুরের সদরপুর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গতকাল বুধবার সকালে তাদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করে।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার এক প্রেস ব্রেফিং বলেন, ২০২০ সালের ফদিরপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর ৭১/২০ইং নারী ও শিশু নিযার্তন এবং চুরির মামলায় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে । গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মাসুদ ফকির (৩০), ইয়াসিন ফকির (২৮), রাব্বি ঢালী (২০), সেলিম ঢালী (৪৫) ও মোসা ফকির (৫০)। উক্ত আসামীদের বাড়ি উপজেলার দিয়ারা নারিকেল
বাড়িয়া ইউনিয়নের কাচিকাটা ও চুঙ্গার কান্দি গ্রামে।