• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
বাগমারায় নানা আয়োজনে আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীর বাগমারায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৪৯ সালে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি ৭১ বছরে পদার্পন করল।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সমপ্লেক্সে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যলায়ের সালেহা ইমারত মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বাংলাদেশ আ’লীগ ইতিহাস-ঐতিহ্যের সংগঠন। হাটি হাটি পা পা করে ৭১ বছরে পদার্পন করলো আওয়াশী লীগ। দেশের মাটি ও মানুষের সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগ সংগঠনের ইতিহাস। অর্জন করেছে অনেক সুনাম। এক দিনেই তৈরি হয়নি এই সংগঠনের গৌরব। মা যেমন তার সন্তানকে তিল তিল করে বড় করে তোলে তেমনি জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ’লীগ সংগঠনকে শক্তিশালী ভাবে গড়ে তুলেছেন। অপবাদ দিয়ে আ’লীগকে ধ্বংস করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগঠন এবং দেশের স্বার্থে সংগ্রাম করে গেছেন। তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ভাবে দেশবাসীর কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনে থেকে এর ক্ষতি করতে চাইলে তাদেরকে ছাড় দেয়া হবে না। সুখি সমৃদ্ধিশালী দেশ গঠনে আ’লীগ সরকারের অবদান অপরিসীম।

প্রধান অতিথি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ টেলি কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারছি। প্রযুক্তিগত উন্নয়ন আ’লীগ সরকারের একটি বিরাট অবদান। দেশের যে কোন মহামারি দুর্যোগ আ’লীগ সরকার দক্ষতার সাথে মোকাবেলায় করে চলেছে। করোনা ভাইরাস সংকটে আ’লীগ সরকারের ভূমিকা অতুলনীয়। দেশের সুষম উন্নয়ন ধরে রাখতে আ’লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। সর্বশেষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য ওমর আলী, আব্দুল বাবীক, কাউন্সিলর হাচেন আলী, জাহাঙ্গীর আলম, গনিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মজিদ, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, ইমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম বাবু, মোনায়েম হোসেন সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির জনকসহ আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং করোনা ভাইরাসের হাত থেকে সবাইকে রক্ষায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।