• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় ঘোড় দৌড়ে দেখতে গিয়ে ঘোড়ার আঘাতে আহত, অতঃপর বৃদ্ধ‘র মৃত্যু

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে গিয়ে ঘোড়ার আঘাতে আহত হয়ে আব্দুল মান্নান তালুকদার (৭০) নামে এক বৃদ্ধ‘র  মৃত্যুর ঘটনা ঘটছে।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল মান্নান তালুকদার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ বিকেলে আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম মাঠে এক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতাটি আয়োজন করে আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। পরিবারের সাথে সেখানে ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে যান বৃদ্ধ আব্দুল মান্নান তালুকদার। ঘোড়া দৌড়ের একপর্যায়ে দৌড়ে অন্যত্র চলে যাওয়ার সময় ঘোড়ার নিচে পড়ে যায় ওই বৃদ্ধ। বৃদ্ধ এ সময় ঘোড়ার পায়ের আঘাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান ‘দৈনিক কালের কণ্ঠকে বৃদ্ধ‘র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।