• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
তাহিরপুরে পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে দিনব্যাপি কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে মাটিয়ান হাওরে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের আহ্বান ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নির্দেশনায় কৃষকের পাকা ধান কাটার কার্যক্রম শুরু করেছে উপজেলা ছাত্রলীগ।
এসময় ধান কাটার মেশিন দিয়ে মাটিয়ান হাওরের কৃষক সুলতান মিয়ার ৮০ শতাংশ, সমির উদ্দিন’র ৯০ শতাংশ, মতিউর রহমানের ১৫ শতাংশ, খাইরুল নেছা ৩০ শতাংশ সহ মোট ২১৫ শতাংশ পাকা ধানী জমি কেটে দেন নেতৃবৃন্দ।
কৃষক সমির উদ্দিন বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকট হওয়ায় পাকা ধান কাটতে সমস্যা হচ্ছিল। খবর পেয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা আমার প্রায় ৯০ শতাংশ জমি কেটে দিয়েছেন।
একই এলাকার কৃষক সুলতান মিয়া বলেন, মাটিয়ান হাওরে আমার ৮০ শতাংশ উনত্রিশ ধান পাকা হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত ধান কাটার জন্য বলা হয়েছে। কিন্তু ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। এমনাস্থায় ছাত্রলীগ নেতা কাজল খাঁন এগিয়ে আসলেন। বিনামূল্যে আমার সম্পূর্ণ ধান কেটে দিয়েছেন তিনি।
তাহিরপুর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, উপজেলা ছাত্রলীগ খুব ভালো উদ্যোগ নিয়েছে। কৃষকদের পাশে এরকম এগিয়ে আসার জন্য উপজেলা ছাত্রলীগ নেতা কাজল খাঁন কে ধন্যবাদ জানাই।
ছাত্রলীগ নেতা আলহাজ¦ আবুল হাসনাত খাঁন (কাজল) বলেন,  করোনা ভাইরাসের কারণে তাহিরপুরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এরমাঝে আগাম বন্যার আশংকায়ও রয়েছে। তাই জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এর নির্শেনায় তাহিরপুর উপজেলা ছাত্রলীগ পরিবার কৃষকদের পাশে দাড়িয়েছি। দ্রুত ধান কাটার জন্য মেশিন ব্যবহার করছি। আমাদের এই কার্যক্রম পুরো বৈশাখ মাস জুড়ে চলবে।
ধান কাটা কর্মসূচিতে অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা বাবর আলী, রমণ দাস, রাসেল মিয়া, মোর্শেদ মোক্তাদির, রায়হান উদ্দিন, আব্দুল গফফার মিয়া, আব্দুল খালেক প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।