সদরপুরে ই-ফাইল নথি বিষয়ে প্রশিক্ষণ
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ই-ফাইল নথি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলার সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী প্রোগ্রামার দ্বিজেন্দ্র নাথ বিশ্বাসের সঞ্চালনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার। প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন,এসিল্যান্ড সজল চন্দ্র শীলসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।