ফরিদপুর পৌরসভার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জিও এনজিওর সাথে এক শেয়ারিং মিটিং বুধবার বিকালে শহরের টেপাখোলা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সোসাইটি ফর দ্যা আরবান পওর এর চেয়ারপার্সন মোঃ বিলায়েত হোসেন এর সভাপতিত্বে শেয়ারিং মিটিংএ প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: রিফাতুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্পা্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী,জেলা সমবায় অফিসের পরিদর্শক মো: রিজাউল হক,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা , ফরিদপুর পৌরসভার বর্ধিত ১৪,২০,২১ নং ওয়ার্ডের নব-নিবার্চিত মহিলা কাউন্সিলর নাহার যোবায়ের কনা,প্রাকটিক্যাল এ্যাকশনের মনিটরিং কর্মকতার্ আনিসউরজামান।
অনুষ্ঠার পরিচালনা করেন এস ইউ পির সোস্যাল মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর জিয়াউর রহমান। সোসাইটি ফর দ্যা আরবান পওর (এসইউপি) ও ফরিদপুর পৌরসভার আয়োজনে ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগীতায় এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। সভায় পয:বজর্য ব্যবস্থাপনা বিষয়ে পাওয়া পয়েন্ট উপস্থাপনা করেন প্রাকটিক্যাল এ্যাকশনের সোস্যাল মোবিলাইজেশন অফিসার মো: আল আমিন।