• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
রাজশাহী জেলার তানোর উপজেলায় আরও ৩ জনের করোনা শনাক্ত

আমরা তানোর বাসী যদি এখনো সতর্ক না হই তাহলে অচিরেই আরোও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সতর্ক সহ স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।
তাহলে এবার দেখা যাক কোন তিনজন শনাক্ত।
১৷মোঃ শাহিনুল ইসলাম(২১)(01703697016)পিতা মোহাম্মদ আলী । সাং মহাদেব পুর (কামারগাঁ ইউ পি) তানোর রাজশাহী । তার করোনা পজিটিভ । উক্ত ব্যক্তি গাজীপুর চৌরাস্তা,তাকওয়া গার্মেনটসে স্বামী স্ত্রী দুজনেই পোশাক কর্মী হিসেবে কাজ করতেন ।গত ১৭.০৫.২০২০ ইং তারিখে তার বাড়িতে এসেছে ,এবং ১৯-০৫-২০২০ইং তানোর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করান। ২। মোঃ নুর নবী (৩৫)(01712481141) পিতা ইয়াকুব আলী, সাং কোয়েল হাট (হাট পাড়া) পাঁচন্দর ইউনিয়ন , তানোর, রাজশাহী।তার করোনা পজিটিভ। উক্ত ব্যক্তি কক্সবাজার টেকনাফ থানাধীন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভবনে রডের কাজ করতো। গত ১৭.০৫-২০২০ ইং তারিখে নিজ বাড়িতে এসে কোয়েল হাট উচ্চ বিদ্যালয়ে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ১৯-০৫-২০২০ ইং তানোর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করান। ৩।মোঃ জিয়াউর রহমান (৩৫)(01725318172)পিতা মৃত কাজিম উদ্দিন । সাং দারুসা ধর্মহাঁটা কর্ণহার থানা রাজশাহী মহানগর, রাজশাহী। তার করোনা পজিটিভ ।বর্তমানে সে তানোর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত আছেন। বর্তমানে উপজেলা তানোর স্বাস্থ কমপ্লেক্স কোয়ার্টারে স্বপরিবারে আইসোলেশনে আছেন । উক্ত তিন জনের করণা পজিটিভ বলে জানা যায়। এ নিয়ে তানোরে মোট আক্রান্তের সংখ্যা ৯ জন। সতর্ক সহ ভালো ও সুস্থ থাকুন সবাই। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।