চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে ফসলী মাঠের মধ্যে দিয়ে উত্তর দিকের গ্রামগুলোতে যাতায়াতের একমাত্র ইটের রাস্তার খাল পয়েন্টে নবনির্মিত বক্স কালভার্টের ঢাল অংশে স্থানীয় এক প্রভাবশালী ছাপড়া ঘর তুলে দখলের চেষ্টা করছেন বলেঅভিযোগ রয়েছে। উক্ত প্রভাবশালী বালিয়া ডাঙ্গী গ্রামের মৃত আঃ ছালাম শিকদারের ছেলে জামাল শিকদার (৪০) গত রোববার দুপুরে লোকজন নিয়ে কালভার্টের ঢাল অংশ জুড়ে স্থাপনা গড়তে থাকেন।
পরে প্রশাসনিক বাঁধার মুখে স্থাপনা নির্মান কাজ বন্ধ রাখা হলেও
দখলদার দু’দিন ধরে স্থাপনা নির্মানের জোর চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
অবশ্য, সোমবার দুপুরে দখলদার জামাল শিকদার জানায়, “
আমার খরিদা জমির কিছু অংশের মধ্যে বক্স কালভার্টটি গড়া
হয়েছে বিধায় আমি ঢাল অংশে ঘর তুলেছি”। এ ব্যপারে
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, “উক্ত
কালভার্টের ঢাল অংশে ঘর তুলার খবর পেয়ে আমি তাৎক্ষণিক
লোক পাঠিয়ে নির্মান কাজ বন্ধ রেখেছি এবং আমি নিজে
সরেজমিন ঘুরে পরিদর্শন করেছি। শীগ্রই প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে”।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে রয়েছে উন্মুক্ত
ফসলী মাঠ। আশপাশের পাঁচ গ্রামবাসীর দীর্ঘকালের চাওয়ার ছিলউক্ত ফসলী মাঠের মধ্যে দিয়ে উপজেলায় যাতায়াতের জন্য একটি রাস্তা ও খাল পয়েন্টে একটি বক্স কালভার্ট নির্মান করা। মাত্র তিন বছর আগে উক্ত ফসলী মাঠের মধ্যে দিয়ে প্রায় ২ কি.মি এলাকায় ইটের রাস্তা নির্মানের পর ২০১৯-২০ অর্থ বছরে ৪০ লাখ ৯৭ হাজার ৫০৭ টাকা ব্যায়ে ২৮০ মিটার একটি বক্স কালভার্ট নির্মান করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর। এতে গ্রামবাসীদের বহু দিনের চাওয়া পাওয়া পুরন হয়। কিন্ত সম্প্রতী এ বক্স কালভার্টে ঢাল অংশ দখলের পায়তারা দেখে এলাকার অনেকই ক্ষোভ প্রকাশ করেছেন। উক্ত কালভার্টের পাশে এক বসতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মৃধাবলেন, “ এতোকাল শুনেছি দখলদাররা সরকারি খাস জমি দখল করে,আর এখন দেখি প্রভাবশালীরা খালজুড়ে সরকারি কালভার্টও দখল করছে”।