অকালেই ঝরে গেল একটি তাজা প্রান!
নগরকান্দা'য় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় রবিউল নামে ১ যুবক নিহত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে ঢাকা-খুলনা বিশ্বরোডের উপজেলার কাইলার মোড় নামক স্থানে সোমবার সাড়ে ১২ টা দিকে মোটরসাইকেল ও দোলা পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলে থাকা রবিউলের স্ত্রী স্মৃতি আক্তার (২০) ও শাশুড়ী কহিনুর বেগম (৫০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিউল উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে। জানাগেছে রবিউল পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলায় এক আত্নীয় জানাযার নামাজ শেষ করে বাড়ী ফিরছিলেন।