• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তার  নিয়ে সংঘর্ষ, আহত ২০

আধিপত্য বিস্তার  নিয়ে ফরিদপুরের  আলফাডাঙ্গা উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। এসময়  পুলিশের কঠোর হস্তেেক্ষেপে ছোট্র খাট বিছিন্ন ঘটনা ছাড়াই কোন বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা হয়নি বলে প্রত্যক্ষদর্শিরা জানান।

২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলার আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ সংঘষের্র ঘটনা ঘটে।আহত উভয় দলের মধ্যে গুরুত্বর শরীফুল মোল্যা(৪০),এনামুল মোল্যা(৩৮),মাহাবুব মোল্যা(৩৬).মান্নান মোল্যা(৭০),পান্নু মোল্যা(৩৩)কে  আলফাডাঙ্গা ও কাশিয়ানী   আক্কাচ মল্লিক(৪৯) ও  আজিম শেখ(৩৭)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,  ওই গ্রামের একটি মেয়ে দোষত্রুটি ধরে  বিয়েতে বাঁধা হিসেবে  ছেলে পক্ষকে  আলমগীর মোল্যা  কানভাাির করেছে বলে  মাসুদের দলের সমর্কক  টুলু শেখ সাংবাদিকদের জানান।

এ নিয়ে গত সোমবার রাতে আলমগীর মোল্যা ও  মাসুদ মাস্টারের দলের   সমর্থকদের মধ্যে  কথাকাটি হয়। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে উভয় পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি  নিয়ন্ত্রণ আনে।

এ ঘটনায়  এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা যেকোনো সময় আবারো রক্তক্ষয়ী সংঘষের্র আশঙ্কা রয়েছে।

থানার ওসি  রেজাউল করিম  জানান, আধিপত্যের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।