আওয়ামী লীগ নেতা এস এম নুরুন্নবীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল
ফরিদপুর জেলা প্রতিনিধি
ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম নুরুন্নবীর আগামীকাল পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ আসর দলীয় কার্যালয় এ এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া মরহুমের গ্রামের বাড়ি মানিকদহ ভাঙ্গাতে মিলাদ মাহফিল ও গরীব ও দুঃস্থ্যদের মধ্যে কম্বল বিতরণ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।