ভাঙ্গায় ৬’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
করোনা ভাইরাসের কারনে দরিদ্র জনগোষ্টির দুঃখ:কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগত অর্থ বিতরন করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্হ্য ৬’শ পরিবারের মাঝে প্রত্যেককে নগত পাচশত টাকা করে তাদের হাতে তুলে দেওয়া হয়। শনিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খান এসব অর্থ বিতরন করেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সকলেই খুশি মনে বাড়ী ফিরে যেতে দেখা যায়। এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন,করোনা ভাইরাসের কারনে দরিদ্র জনগোষ্টির উপার্জন বন্ধ থাকায় তাদের ছেলে-মেয়েদের নিয়ে ঈদ উৎযাপনে অনেক কষ্ট হতো। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে আমরা ৬’শ পরিবারের মাঝে তিন লাখ টাকা বিতরন করেছি।