ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরে অনিয়ম ও বিভিন্ন ধরনের লাইসেন্স না থাকায় এক চা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোটা অংকের টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে ফরিদপুর শহরের নিরাময় হাসপাতাল সংলগ্ন ইস্পাহানী চা ব্যবসায়ী আলীম মাতুব্বরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট বায়েজুদুর রহমান এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জানা যায়, ফরিদপুর শহরের নিরাময় হাসপাতাল সংলগ্ন ইস্পাহানী চা ব্যবসায়ী বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়াসহ বিভিন্ন খাদ্যে মেয়াদ উত্তির্ন থাকায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৮ এর ক্রমিক নং ২০ (৩৯) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।