আকস্মিক বন্যায় প্লাবিত ফরিদপুরের পাঁচ উপজেলার লক্ষাধিক মানুষ। অনেকেই সরকারি আশ্রয়কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে। আবার কেউ বিভিন্ন উঁচু সড়কের পাশে বা বেড়িবাঁধে পলিথিন বা পাটকাঠি দিয়ে ছাওনি দিয়ে মানবেতর জীবন যাপন করছে।
এছাড়া ফরিদপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার বন্যা কবলিত। এসব মানুষের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুর জেলা স্বেচ্ছা সেবকলীগ।আজ ২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের ২৫ নম্বর ওয়ার্ডে ভাজনডাঙ্গা এলাকার বেড়িবাঁধে আশ্রয় নেওয়া বন্যার্তদের খাদ্য সহায়তা দিয়েছে জেলা স্বেচ্ছাবেসক লীগ।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষদের কাছে গিয়ে শুকনা খাবার চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট সহ ৫০০ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও লবন বিতরণ করেন।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ জানান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্তদের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি ফজলুল করিম, মোস্তাফিজুর রহমান, বেলাল হোসেন মৃধা, কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন শহর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।