• ঢাকা
  • শনিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
সালথায় কয়েলের আগুনে গরু-ছাগল পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষতি

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় মশার কয়েল থেকে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের কৃষক ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফারুক হোসেন বলেন, প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাত ১০টার দিকে গরুর ডাক-চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে দেখি গোয়াল ঘরে ধাওধাও করে আগুন জ্বলছে।

ধারনা করা হয়,ওই কয়েলের আগুন থেকে গোয়াল ঘরের পাঠকাঠির বেড়ায় আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে তারা আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে আমার দুটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এরমধ্যে একটি গরু গর্ভবতী ছিল। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

২৩ ফেব্রুয়ারি ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।