• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং
গলাচিপায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা

সজ্ঞিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত
হয়।
সংস্থার জেলা সমন্বয়কারী আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আফরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রবীণ সাংবাদিক শংকর লাল দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত
মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমুখ।
এছাড়াও সভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কোভিড-১৯ প্রতিরোধ ও টিকা গ্রহণের জন্য ব্যক্তি এবং সমাজের জ্ঞান বৃদ্ধি ও অনুশীলনে উদ্বুদ্ধ করা সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও কোভিড-১৯ প্রতিরোধমূলক আচরণ, সেবাদান এবং ভ্যাকসিন গ্রহণে ইাতবাচক মনোভাব গড়ে তোলার সুবিধার্থে সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের
সম্পৃক্ততা বৃদ্ধি করা সম্পর্কে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।