• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সদস্য পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে আজ বুধবার ফরিদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার, সতন্ত্র প্রার্থী হিসেবে প্রফেসর মোঃ আব্দুল আজিজ, বিএনপি’র প্রার্থী অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া।

অন্যদিকে ২ সদস্য পদে ৮ সদস্য প্রার্থী -মোঃ কবির মোল্যা, মোঃ জাহাঙ্গীর শাহ্ বাদশা, মোঃ হারিজুর রহমান, মোঃ মেহেদী আলম, মোঃ খোকন মাতুব্বর, মোঃ আব্দুল ওহাব ফকির, এস,এম নুরুজ্জামান, শেখ আকতার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ২০ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কাউন্সিলরবৃন্দ চেয়ারম্যান পদে ভোট প্রদান করবেন। ৪টি ইউনিয়ন নিয়ে একেকটি ওয়ার্ড গঠিত। ১৪ ও ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ২টি সদস্য পদের জন্য। ১জন চেয়ারম্যান পদে পুরো জেলায় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩জন প্রার্থী। আগামী ২৬ সেপ্টেম্বর সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রতীক বরাদ্দ করা হবে।

আ.লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার-এর মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম-সম্পাদক ঝর্না হাসান, শিল্প ও বাণিজ্য সম্পাদক দীপক মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা আই.ভি মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোসসহ বিভিন্ন থানা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপি’র প্রার্থী মোঃ সেলিম মিয়া মনোনয়নপত্র জমা দেবার সময় উপস্থিত ছিলেন চৌধুরী সাউথ ইবনে ইউসুফ, এএফএম কাইয়ুম জঙ্গি, জাফর হোসেন বিশ্বাস, নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, গোলাম রব্বানী মিরাজ, বেনজীর আহমেদ তাবরিজ, আরিফুজ্জামান অপু, মোহাম্মদ লোকমান হোসেন, এমদাদুল হক, মাহমুদ আল সিদ্দিকী, সোহাগ, মোঃ জহরুল ইসলাম পলাশ সহ নেতৃবৃন্দ।

অন্যদিকে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আজিজ মনোনয়নপত্র দাখিলের সময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর জেলার সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা ইন্তেকাল করেন। বর্তমানে পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছে জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ঝর্না হাসান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।