• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
কোন শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না – নিক্সন চৌধুরী এমপি

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৩/১২/২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন তার নির্বাচনী প্রচারণার এক জনসভায় বলেছেন, কোন শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিগত ১০ বছর আমি জনগণের উন্নয়ন ও মূল্যায়ন প্রতিষ্ঠা করেছি। জনগণ আমার মূল শক্তি। একটি কুচক্রী মহল নির্বাচনী মাঠে গুজব ছড়িয়ে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি জনগণের ছিলাম আছি এবং থাকবো । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রতীক ঈগলে আপনারা ভোট দিবেন। বিগত ১০ বছর আমি আপনাদের জন্য মাঠে-ঘাটে স্কুল কলেজে সর্বত্র কাজ করেছি। আপনারা মাত্র আগামী ১০ দিন আমার জন্য কাজ করবেন। ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে পুনরায় আমি নির্বাচিত হব।
শনিবার বিকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহ বাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে এক নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী । নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।