হাসিবুল হাসান লাবলু স্মৃতি সর্টপিস ক্রিকেটে ৪র্থ দিনে ৪ টি ম্যাচ অনুষ্ঠিত
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
284 বার দেখা হয়েছে
০
হাসিবুল হাসান লাবলু স্মৃতি সর্টপিস ক্রিকেটে ৪র্থ দিনে ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
হাসিবুল হাসান লাবলু স্মৃতি ক্রিকেটে চতুর্থ দিনের খেলা চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখনো ৬ টি খেলা বাকি আছে।
দিনের প্রথম ম্যাচে সি কে এসে ৫১ রানে বিলনালিয়া একাদশকে, দ্বিতীয় ম্যাচে হিউম্যান এক্সপ্রেস ৭ উইকেটে পাকিস্তান পারাকে, তৃতীয় ম্যাচে এসএম সাপ্লাই একাদশ ১৫০ রানে খোদাবক্স রোড কে এবং চতুর্থ ম্যাচে স্কাই মিডিয়া ৭১ রানে বিলনালিয়া ক্রিকেট টিম কে পরাস্ত করেন।