শ্রাবণ হাসান,ফরিদপুর
বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। এ কমিটির সভাপতি দৈনিক গণসংহতি পত্রিকার
সম্পাদক আশিষ পোদ্দার বিমান এবং সাধারন সম্পাদক দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম মোল্লা। আজ বুধবার (২৩/০২/২০২২ইং) দুপুরে দৈনিক বাঙ্গালী সময় পত্রিকা কার্যালয়ে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক উৎসব চিত্রের সম্পাদক রেজাউল হক, দৈনিক যুগের সাথীর সম্পাদক এস এম নূর মোহাম্মদ দুলু, দৈনিক মাদারীপুর সংবাদের সম্পাদক মোঃ ইয়াকুব আলী খান শিশির, দৈনিক রাজবাড়ী কন্ঠের সম্পাদক এ্যাডভোকেট মোঃ জহুরুল ইসলাম, দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক মোস্তাফা জামান। যুগ্ম সাধারন সম্পাদক
হলেন, দৈনিক নাগরিক দাবির সম্পাদক হায়দার আলী খান ও দৈনিক খোলা চোখের সম্পাদক মাহাবুব আহাদ। এছাড়া অর্থ সম্পাদক হলেন, সাপ্তাহিক
মেধার সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ, দপ্তর সম্পাদক দৈনিক কুমার সম্পাদক মোঃ রুবেল শেখ, প্রচার সম্পাদক দৈনিক কালের বাণীর সম্পাদক নির্মল কুমার বিশ্বাস নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক সময়ের প্রত্যাশা’র সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক ফরিদপুর কন্ঠের সম্পাদক ওয়াহিদ মিল্টন, দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, দৈনিক নবধারার সম্পাদক মেহেদী বিশ্বাস, দৈনিক আজকের সারাদেশের সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ। ৬২টি সংবাদপত্রের মালিক বা সম্পাদকদের সমন্বয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের নামে এই সংগঠনটি।