ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় অন্যতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র নির্দেশে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী মহামারীর করোনা ভাইরাসের কারনে সীমিত পরিসরে পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও তারাকান্দা উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,
সিনিয়র সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধরী,যুগ্ন-সাধারণ সম্পাদক শামছুল আলম, আজহারুল ইসলাম সরকার,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ন-আহবায়ক বিল্পব হোসেন চৌধুরী, ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস প্রমূখ।