• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে ব্যাক্তি উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

ফরিদপুরে হঠাৎ বন্যায় সদর উপজেলার আলিয়াবাদ, নর্থচ্যানেল, ডিক্রিরচর ইউনিয়নের হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্হানে। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ছাড়াও এদের সাহায্যে এগিয়ে এসেছেন সমাজের বিত্তবান মানুষও।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ইয়াসিন কলেজের সাবেক জিএস ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা জাবির শাফি দিনারের নিজস্ব উদ্যোগে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ছয়শত বন্যার্তের হাতে খাবার তুলে দেন।

ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, ৯নং ডিক্রিরচর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক মৃধা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, জেলা স্বেচ্ছা সেবক লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ রফিক খাঁ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহিন মোল্যা রিংকু, সাবেক ছাত্রলীগ নেতা প্রতাপ চন্দ্র দে প্রমুখ।

ফরিদপুর ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, দিনার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার।এই দুর্যোগে সমাজের প্রত্যেক বিত্তবানেরই উচিত বন্যার্তদের পাশে দারানো। যারা সত্যিকারের বঙ্গবন্ধুর সৈনিক তারাই কেবল এ ধরনের দুর্যোগে মানুষের পাশে থাকে।

যুবলীগ নেতা জাবির শাফি দিনার বলেন আমি একজন মানুষ হয়ে মানুষের বিপদে পাশে এসে দাড়িয়েছি। বন্যার্ত মানুষেরা বর্তমান সময়ে খুবই অসহায় ভাবে জীবন যাপন করছে। তাই আমি আমার সামর্থ অনুযায়ী ব্যক্তিগত উদ্দ্যোগে বন্যার্ত মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেয়ার চেষ্টা করেছি। তিনি আরও বলেন এ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।