• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গণসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্র্যাকটিক্যাল এ্যাকশন কতৃক আয়োজিত (২৩ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে এ বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর মেয়র অমিতাভ বোস বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে ফরিদপুর শহরটাকে মডেল শহর হিসেবে রুপান্তিত হবে। এই শহরটাকে অক্সিজেন পরিপূর্ণ শহর করতে। এর জন্য আমাদের সচেতন হতে হবে। যেখানে-সেখানে বর্জ্য পদার্থ ফেলবোনা বলে আমাদের সবার অঙ্গিকার । পৌরবাসী সচেতন হলে শহরটা পরিস্কার পরিচ্ছন্নতা থাকবে বলে জানান।

ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এর পরিচালক শওকত আরা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী টিটু, প্র্যাকটিক্যাল এ্যাকশন এর প্রধান প্রোগ্রামার ডাঃ ফাদিয়া সুলতানা।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এর প্রোগ্রামার ম্যানেজার আব্দুল আল মামুন।

এসময় বক্তারা বলেন, পৌর মেয়র অমিতাভ বোস এর গতিশীল নেতৃত্বে পৌর নগরীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরের বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতা রাখায় পৌরসভার বিভিন্ন কার্যক্রমের প্রতি দৃষ্টি দেন তিনি। এ লক্ষ্যে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেন। উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে পৌর মেয়র অমিতাভ বোস।

অনুষ্ঠান শেষে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র অমিতাভ বোস পৌরসভার সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার অবদান রাখার জন্য বিভিন্ন এনজিও সমূহদেরকে সন্মাননাপত্র তুলে দেন। এসময় গুপ্ত ধন কুইজ প্রতিযোগিতাদের এক শত জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাগন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলারগণ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পৌরবাসী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।