বোয়ালমারীতে নদী থেকে বাঁধ অপসারণ করলেন ম্যাজিস্ট্রেট
চন্দনা-বারাশিয়া নদীর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান ও নদেরচাঁদ নামক স্হান থেকে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
জানা যায়, চন্দনা-বারাশিয়া ও মধুমতি নদীর সংযোগ নদী বাগুয়ান ও নদেরচাঁদ নামক স্হানে নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরছিল জেলেরা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ ওই এলাকায় অভিযান চালান। এ সময় বাঁধ মালিকরা পালিয়ে যায়। বাঁধ দুটি অপসারণ করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ জানান, আমি খবর পেয়ে ঘটনাস্হলে পৌছায়ে কাউকে পায়নি। লোকজন দিয়ে বাঁধ দুটিকে উঠিয়ে দিয়েছি।