ফরিদপুর থেকে: আগামী ২৬শে ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণায় জমে উঠেছে বোয়ালমারীর ১০টি ইউনিয়নে।প্রার্থীরা
নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে,শীত উপেক্ষা করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
ইতিমধ্যে প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে । পাড়ায় মহল্লায় সহ হোটেল গুলোতে চায়ের চুমুকের সাথে জোট বেঁধে চলছে শুধু ভোটের আলোচনা। কে হবে পরবর্তি ইউনিয়নের পিতা। অপরদিকে বাজার, পাড়া মহল্লার দোকানের সামনে গাছ, বাঁশসহ বিদ্যুতের খুটিতে শোভা পাচ্ছে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীদের পোষ্টার ও ফেষ্টুন।
সকল প্রার্থীগণ দল বেঁধে এলাকায় উঠান বৈঠক, মিছিল ও মিটিং করে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। দুপুর ২টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রার্থীদের নামে নিজস্ব প্রতিক নিয়ে গানের সুরে ও তালে তাল মিলিয়ে মাইকিং করতে দেখা গেছে। এতে মুখোরিত হয়ে উঠেছে উপজেলার পুরো এলাকা।
নৌকার প্রার্থীরা সভা-সমাবেশ করে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কার্য্যক্রমকে কাজে লাগিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। উন্নয়ন মানে নৌকা আর এই মার্কায় ভোট দিলে উন্নয়ন হবে।
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান প্রার্থীরা তাদের ৫ বছরের বিভিন্ন উন্নয়ন কার্য্যক্রমের চিত্র তুলে ধরে ভোট চাচ্ছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর )উপজেলায় ময়না ইউনিয়ন ময়না গ্রামে ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ঘুরছেন নৌকায় সমর্থকরা
ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে সাথে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইউনিয়নেরই হাটে-ঘাটে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রতিটি গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সবমিলিয়ে জমে উঠেছে প্রচারণা।
ভোটার ও প্রার্থীদের মধ্যে যেন তৈরি হয়েছে এক সেতু বন্ধন। নিজের পছন্দের প্রতীক মন মত বেছে নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি। জয়ের জন্য চাইছেন দোয়া।
আলফাডাঙ্গা আর্দশ ডিগ্রি কলেজ এর অধ্যাপক মুজিবুর রহমান মুজিব বলেন, এলাকায় উন্নয়ন করতে নৌকায় কোন বিকল্প নেই। ঘুষ, মাদক মুক্ত, করতে পলাশ বিশ্বাস কে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
ময়না ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওবায়দুর শেখ বলেন, আগামী ২৬ ডিসেম্বর ময়না ১০ নং পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় কাজ করতে হবে। তাহলে নৌকার প্রার্থী জয় লাভ করা সম্ভব।
ময়না ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধীর রায় বলেন, এবারের নির্বাচন অবাদ শান্তি, সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
বোয়ালমারী উপজেলার কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য বেলায়েত বারী বলেন, নৌকা কোন ব্যক্তির মার্কা না,এটা বঙ্গবন্ধুর নৌকা, উন্নয়নের মার্কা, তাই আমরা দল মত নির্বিশেষে নৌকায় পক্ষে কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রোববার বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৭২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।