জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ আজ ২৩ এপ্রিল থেকে শুরু হয়েছে। শেষে হবে আগামী ২৯ এপ্রিল। এবছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন।’
আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, এ বছর করোনা পরিস্থিতির কারণে পুষ্টি সপ্তাহ জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে না। তাই পুষ্টি বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি সম্প্রসারণ কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি এবং পুষ্টি উন্নয়নের গতি তরান্বিত করতে এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাবে অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে মূল্যবান জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলতে হলে নারী, পুরুষ, শিশুসহ সকলের জন্য মানসম্পন্ন পুষ্টি নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে খুব দ্রুত আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।