• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
নগরকান্দায় এক গাভীর দুই বাছুর প্রসব, এক নজর দেখতে ভীড়!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি গাভী এক সঙ্গে দুই বাছুর প্রসব করেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। জন্মের পর থেকেই বাছুর দুটিকে দেখতে এলাকার উৎসুক মানুষ ওই বাড়িতে ভীড় করছেন।

জানা যায়, গাভীটির মালিক রাধানগর গ্রামের নয়ন খানের ছেলে কৃষক আরফিন খানের (৫০)। আরফিন কৃষি কাজ ছাড়াও মাঝেমধ্যে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

গাভীটির মালিক আরফিনের স্ত্রী ফাতেমা বেগম (৪৫) বলেন, গাভীটি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ ছিল। পরে স্থানীয় পশু ডাক্তার দেখিয়ে এক সপ্তাহ যাবৎ চিকিৎসা করিয়াছি। পরে কিছুটা সুস্থ হয় গাভীটি। পরে সকালে প্রথম বাছুর প্রসবের কিছু সময় পরই আরেকটি বাছুর প্রসব করে গাভীটি। জন্মের পর থেকেই বাছুর দুটি সুস্থ্য আছে এবং তারা মা গাভীটির দুধ পান করছে।

এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাছুর দুুটি দেখতে সকাল-বিকাল মানুষ বাড়িতে ভীড় করছে। তাদের গাভী একই সঙ্গে দুটি বাছুর প্রসব করায় তারা বেশ খুশি হয়েছেন বলে জানিয়েছেন ফাতেমা বেগম।

বাছুর দেখতে আসা রাধানগর গ্রামের আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, এটি বিরল ঘটনা। এর আগে এমন ঘটনা তিনি কখনও দেখেননি।

নগরকান্দা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, এক সঙ্গে একই রকমের দুইটি বাছুর জন্মানোর ক্ষেত্রে জাইগোট ভেঙ্গে দুটি অংশে পৃথক হয়। এটি সাধারণ প্রক্রিয়া। তবে এ ঘটনা সাধারণত দেখা যায় না। এতে মালিক আর্থিকভাবে লাভবান হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।