• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারী ও আলফাডাঙ্গায় দূর্গাপূজা উৎসবের নিরাপত্তায় আনসার বাহিনীর ভ্রাম্যমাণ টিম
বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ ও দর্শনাথীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের সমন্বয়ে আনসার বাহিনীর ২১টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে।
এ বছর বোয়ালমারী উপজেলায় ১১৫টি পূজামন্ডপে ও আলফাডাঙ্গা উপজেলায় ৪৫টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বোয়ালমারীতে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে আনসার বাহিনীর ১৬টি টিমে ১৬০জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
অপরদিকে আলফাডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৫টি টিমে ৫০জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভ্রাম্যমাণ টিমে ১০ জন করে আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে।
পূজা শেষ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের সমন্বয়ে এসব আনসার সদস্যরা স্ব স্ব এলাকায় নিয়োজিত থাকবেন বলে বোয়ালমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিজুষ কুমার ঘোষ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।