ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে খাদ্য সংকটে থাকা গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে হাজিগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) বিকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ গাবতলা মোড় এলাকায় এক’শত গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে হাজিগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ (ঈদ উপহার) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সংগঠনটির সদস্য হাজী মোহাম্মদ আক্কাছ জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি এলাকার গরিব, দুঃস্থ, অসহায় মানুষের নানা ধরনের সাহায্যে করার পাশাপাশি সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসচ্ছে।
এসময় হাজিগঞ্জ ফাউন্ডেশনের সদস্যবৃন্দরা বর্তমানে প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে থাকা উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রথম পর্যায়ে ১৭০ টি ও আজ শনিবার বিকালে দ্বিতীয় পর্যায়ে গরিব, দুঃস্থ ও অসহায় ১০০টি পরিবারের প্রত্যেকের মাঝে ঈদ উপহার চাউল, ডাল, তৈল, চিনি ও সেমাই বিতরণ করেন।