মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুর শহরের আলিপুরে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ স্মৃতি গোল্ডকাপ সটপিস ক্রিকেট টুর্ণামেন্টে মঙ্গলবার রাতে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। আর ম্যাচের বিজয়ী দল গুলি পরবর্তী পর্বে উন্নীত হয়।
এ দলগুলি হচ্ছে পূর্ব খাবাসপুর স্পোর্টস ওয়েলফেয়ার, বন্ধুত্ব স্মৃতি ও খাবাসপুর লিটল স্টার।
সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে পূর্ব খাবাশপুর স্পোর্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন দল ৩ রানে ভাটি লক্ষ্মীপুর যুব সংঘ কে পরাজিত করে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে বন্ধুত্ব স্মৃতি ৫ উইকেটে এইট স্টার ক্লাবকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।
রাতের শেষ ম্যাচে পূর্ব খাবাসপুর লিটিল স্টার দল ৫ উইকেটে অমিত বয়েজ ক্লাবকে পরাজিত করে ।
পরবর্তী পর্বে উন্নীত হয়।