• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী অনুষ্ঠানে অধিকাংশ পুলিশ কর্মকর্তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন আদর্শ একজন পুলিশ সুপারের নির্দেশে জনগণকে সেবা দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, আমার চাকরি জীবনে অনেক পুলিশ সুপারকে পেয়েছি, কিন্তু ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান স্যারের মতো একজন আদর্শ অভিভাবক কখনো পাইনি। আজ বিদায়লগ্নে মনে হচ্ছে কি যেনো হারাচ্ছি।

এসময় বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা।

ফরিপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ), সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন করসহ
বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টরবৃন্দ, বিভিন্ন ইউনিট ও ফাঁড়ি-তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

বিদায়ী সংবর্ধনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং গীতা পাঠ করা হয়।

পরে বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা বিদায়ী অতিথি সম্পর্কে একসাথে চলার, একসঙ্গে কাজ করা নিয়ে আবেগাপ্লুত হয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

শেষে জেলা পুলিশের সকল সদস্যকে আরও জনবান্ধব পুলিশিং, আইনশৃংঙ্খলাকে আরও সমুন্নত রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিদায়ী অতিথির আবেগঘন বক্তব্যের মাধ্যমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।